募捐 9月15日2024 – 10月1日2024 关于筹款

গবেষণায় হাতেখড়ি

গবেষণায় হাতেখড়ি

রাগিব হাসান
你有多喜欢这本书?
下载文件的质量如何?
下载该书,以评价其质量
下载文件的质量如何?
গবেষণায় হাতেখড়ি বই রিভিউ
আজ আমরা রাগিব হাসান স্যারের লেখা ''গবেষণায় হাতেখড়ি'' বইটি সম্পর্কে বিস্তারিত জানব।
বইটি ছাত্র, গবেষক, শিক্ষক সবার কথা মাথায় রেখে লিখেছেন লেখক। আপনার যদি স্নাতক, মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে গবেষণা করা বা থিসিস লেখার দরকার হয়, তাহলে বইটি পড়ে আপনি খুব সহজেই গবেষণায় সব পদ্ধতি সর্ম্পকে ধারণা পাবেন।
বইটি পড়ে আপনি জানতে পারবেন-
গবেষণা বা রিসার্চ কিভাবে করবেন,
গবেষণা শুরু করতে হলে কি কি শিখতে হবে,
রিসার্চ পেপার কিভাবে পড়বেন,
আইডিয়া পাবেন কিভাবে,
গবেষণার ফল প্রকাশ,
রিসার্চ পেপার লিখবেন কিভাবে...
এগুলো সর্ম্পকে বেশ ভালো ধারণা পাবেন।
আমরা জানি যে, প্রাচীন কালের সেই গুহাবাসী মানুষ হতে আজকের এই একবিংশ শতকের প্রযুক্তিনির্ভর জগতে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে একটি কারণেই - তা হলো বহু মানুষের গবেষণা। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি গবেষণা করতে চাচ্ছেন, অথচ শুরুটা কিভাবে করবেন তা বুঝে উঠতে পারছেন না। কাটখোট্টা বিষয় মনে হচ্ছে? আপনার উত্তর 'হ্যাঁ' হলে রাগিব হাসান স্যারের গবেষণায় হাতেখড়ি বইটা আপনাকে সাহায্য করতে পারবে, আশা করা যায়।
কেননা বইটা শুরু করতে হলে আপনাকে আগে থেকেই জেনে-বুঝে আসতে হবে এমন কিছু নাই। বইটা শুরুই হয়েছে -
গবেষণা কি,
গবেষণা কতরকম,
গবেষণা কেন করবেন
এই প্রশ্নগুলো নিয়ে।
গবেষণা শুরু করতে হলে কোন টুলসগুলা জানা থাকলে কি সুবিধা হবে সেই বিষয়েরও বিশদ আলোচনা পাওয়া যাবে বইটিতে।
বাংলাদেশের প্রেক্ষিতে গবেষণা,
গবেষণার ধাপগুলা,
বিষয় নির্বাচন
নিয়ে আলোচনার পর আসে লিটারেচার পর্ব। এই পর্বটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রথম প্রথম রিসার্চ পেপার হাতে নেওয়ার পর অনেক সামারি করতেই লম্বা সময় কেটে যায়। এক্ষেত্রে রাগিব হাসান স্যার রিসার্চ পেপার পড়ার সুন্দর একটা টেকনিক দিয়েছেন-
রিসার্চ আইডিয়া বাছায়,
লেখা,
ফলাফল উপস্থাপন,
ফল প্রকাশের পদ্ধতি,
রিসার্চপেপার লেখা,
জার্নালে প্রকাশের খুঁটিনাটি
এসব উঠে এসেছে বইটিতে। এই যেমন আপনি রিসার্চ করতে গিয়ে ওই বিষয়ের সবকিছু আপনার নখদর্পনে থাকলেও পাঠকের বোধগম্য হওয়ার জন্য লেখার মানের কথাটা আপনার মাথায় রাখতে হবে।
গবেষণা কিভাবে শুরু করবেন এর পাশাপাশি রয়েছে গবেষণার পরিবেশের সাথে পরিচয়। যেমনঃ
গবেষণার পরিমাপ কিভাবে করা হয়?
ইমপ্যাক্ট ফ্যাক্টর,
এইচ-ইন্ডেক্স,
আই-ইন্ডেক্স
সহ বেশকিছু ফ্যাক্টরের পরিচয় সবসময় রাগিব হাসানের এ বইয়ের পরিবেশ ঠাণ্ডা রেখেছে। এছাড়াও-
গবেষণায় খরচ কোথায় পাবেন,
কিভাবে গবেষণার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবেন,
রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবেন
সহ বেশকিছু উত্তরের মধ্যে দিয়ে গবেষণায় হাতেখড়ি বইটি শেষ হয়েছে।
年:
2020
出版:
3
出版社:
Adarsha
语言:
bengali
页:
70
ISBN 10:
9848040749
ISBN 13:
9789848040744
文件:
PDF, 6.43 MB
IPFS:
CID , CID Blake2b
bengali, 2020
线上阅读
正在转换
转换为 失败

关键词